৪০ বছরে প্রায় ৯ হাজার ইট সংগ্রহ করে গিনেস রেকর্ডে স্থান পেলেন

৪০ বছরে প্রায় ৯ হাজার ইট সংগ্রহ করে গিনেস রেকর্ডে স্থান পেলেন
যুক্তরাষ্ট্রের ওকলাহোমার ৮৭ বছর বয়সি ক্লেম রেইঙ্কেমেয়ার ৪০ বছর ধরে সংগ্রহ করেছেন প্রায় ৮,৮৮২টি ভিন্ন ধরনের ইট, যা তাকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান দিতে সহায়তা করেছে। তার মেয়ে সেলিয়া এবং জামাতা ড্যান বিসেট তার অনুপস্থিতিতে টুলসার ব্রিক বার্নে ইটগুলো গণনা ও নথিভুক্ত করেন। রেইঙ্কেমেয়ার শহরে ফিরে এসে জানতে পারেন যে, তার সংগ্রহটি বিশ্বের বৃহত্তম স্বীকৃত ইট সংগ্রহ হিসেবে গিনেস রেকর্ডে স্থান পেয়েছে। রেইঙ্কেমেয়ার বলেন, তার সংগ্রহে সবচেয়ে পুরনো ইটটি একটি রোমান ইট, যা ১০০ খ্রিস্টাব্দের। তবে বেশিরভাগ ইট ১৮৭০ থেকে ১৯১০ সালের মধ্যে তৈরি। তিনি জানান, সেই সময়ে বিশেষ ধরনের কাদামাটি দিয়ে তাপ সহনশীল ইট তৈরি করা হতো, যা প্রতিটি বাড়ির চুলার জন্য প্রয়োজন ছিল। তার সংগ্রহের মধ্যে এমন কিছু বিরল ইটও রয়েছে, যার মধ্যে ভুল বানানের ইটও অন্তর্ভুক্ত। যেমন, একটি ইটে ‘Tulsa’ লেখা রয়েছে, তবে ‘s’ উল্টো দিক দিয়ে রয়েছে। রেইঙ্কেমেয়ার জানালেন, তার প্রিয় ইটটি একটি ফুটপাতের ইট, যা ওয়াশিংটনের সেই কারখানায় তৈরি হয়েছিল, যেখানে এখন পেন্টাগন ভবন দাঁড়িয়ে আছে।